ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

জেলায় “যাচাই বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদান করতে হবে”

নিউজ ডেস্ক :: স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, যাচাই-বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদান করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট অপরাধিকে আইনের আওতায় শাস্তি পেতে হবে।

তিনি গতকাল শুক্রবার কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং টঘওঈঊঋ এর অর্থায়নে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল মানিক লাল বণিক, যুগ্মসচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী, উপ-পরিচালক শ্রাবস্তী রায়, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, ইউনিসেফ প্রতিনিধি ইজাতুল্লাহ মজিদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় পদস্থ সরকারি কর্মকর্তা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে জেলার ৭১টি ইউনিয়ন এবং চারটি পৌরসভাকে সর্বমোট ৭৫টি ল্যাপটপ, প্রিন্টার এবং মডেম প্রদান করা হয়।

সেইসাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে নির্ধারিত যাচাই-বাছাই কমিটির সাথে যোগাযোগ করার আহবান জানানো হয় এবং এবিষয়ে সঠিক তথ্য প্রদানেরও অনুরোধ করা হয়।

পাঠকের মতামত: