শিক্ষক আরিফ হত্যাকাণ্ড

আটক সাবেক পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর ৫ দিনের পুলিশ রিমান্ডে 

এম জিয়াবুল হক, চকরিয়া :: আলোচিত শিক্ষক মো. আরিফকে খুনের ঘটনায় গ্রেফতারকৃত পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পেকুয়া থানার এসআই রুহুল আমিন ১০ দিনের রিমান্ড আবেদন

সর্বশেষ

ট্রেনের ধাক্কায় আহত হাতিটি অবশেষে মারা গেছে জিয়াউল হক জিয়াঃ চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের,চকরিয়ার সীমানাবর্তী চুনতি রেঞ্জাধিন গহীন অভয়ারণ্যের এক বুনোহাতি রেলের ধাক্কায় গুরুতর আহত হাতিটি অবশেষে মারা গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ডুলাহাজারা সার্ফারী পার্কের চিকিৎসাধিনবস্হায় মারা যান। হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পার্কের রেঞ্জকর্মকর্তা মাজহারুল ইসলাম। স্হানীয়রা সংবাদকর্মীদের জানান-গত রোববার রাতে হাতিটি রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় হাতিটি গুরুতর আহত হয়। পরে সংশ্লিষ্ট রেঞ্জের স্টাফেরা সহ চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহযোগিতায় ডুলাহাজারা সাফারী পার্কের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।সেখানে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক জুলকার নাইন বলেন-আহত হাতিটির মেরুদণ্ড, মাথা ও পায়ে মারাত্মক আঘাতজনিত কারণে মারা যায় বলে দাবি করেছেন সাফারি পার্কের এই  চিকিৎসক। পরে ময়নাতদন্তের শেষে হাতিটি মাটিতে পুঁতে পেলা হবে বলে জানান।


কক্সবাজার সদর

চকরিয়ার ফাঁসিয়াখালীতে ভন্ড বৈদ্যের আবির্ভাব

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়ায় হাদিসা (খতিজাতুল কোবরা) নামে এক ভন্ড বৈদ্যের অবির্ভাব ঘটেছে। তিনি সহজ-সরল মানুষকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে প্রতিদিন প্রতারণার মাধ্যমে ঝারফোক-তাবিজ-টোনা দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা । বিগত