ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

উজানটিয়া আ’লীগের বর্ধিত সভায় প্রার্থী নির্ধারণ না হওয়ায় ক্ষোভ

a ligপেকুয়া প্রতিনিধি:::

পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে আ’লীগের একক প্রার্থী নির্ধারনের জন্য ইউনিয়ন আ’লীগের উদ্যোগে গতকাল শনিবার ২০ ফেব্রুয়ারী মধ্যম উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী শাহজামাল এমইউপি এর সঞ্চালনায় অনুষ্টিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল করিম। সভায় ওয়ার্ড সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় তিন জন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়। তারা হলেন বর্তমান চেয়ারম্যান এম, শহিদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শাহজামাল এমইউপি, ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল করিম। ইউনিয়নের নেতৃবৃন্দ ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সম্পাদক ওই প্রার্থী তিনজনকে একজনের মধ্যে নির্ধারণ করার জন্য দাবী জানিয়ে বিশ মিনিট সময় দেন। শেষ পর্যন্ত তারা একক প্রার্থী নির্ধারন করতে না পারায় ওয়ার্ড সভাপতি ও সম্পাদকবৃন্দ বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করে সভাস্থল ত্যাগ করে চলে যায়। এ ব্যাপারে ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। ইউনিয়নের সাধারন সম্পাদক শাহজামাল এমইউপির মোবাইলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্যও নেওয়া যায়নি।

পাঠকের মতামত: