ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

চুনতির ১৯ দিনব্যাপী সীরতুন্নবীর সমাপনী দিনে কুরআন প্রেমিকদের ভীড়

অনলাইন ডেস্ক ::
চট্টগ্রামের চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিলের সমাপনী দিবসে গুরুত্বপর্ণ আলেমদের তকরির শোনার জন্য লাখো জনতা একত্রিত হয়েছে চুনতীর ঐতিহাসিক সীরত মাঠে। আছরের নামাজের পর থেকে বাড়তে থাকে মানুষের ভীড়। এক সাথে জামায়াতে মাগরিবের নামাজ আদায় করেছে লাখো মুসল্লি। ১৩ একর বিশাল মাঠ এখন পরিপূর্ণ।

এশার নামাজের আগে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান সাইয়্যেদ,বায়তুশ শরফের পীর বাহরুল উলুম হযরত মাওলানা শাহ কুতুব উদ্দিন তকরীর পেশ করেন।

মাহফিল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্তত ৪ হাজার সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। আর পুলিশ সদস্য রয়েছে ৪০ জন। তারা সকলে একটি টিম ওয়ার্কের মাধ্যমে শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বলে জানালেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এস আই সোরওয়ার্দি (সরওয়ার) বলেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) এর নেতৃত্বে ৪০ জন পুলিশ কাজ করছে। তাছাড়া মাহফিল কর্তৃপক্ষ ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে মাহফিলের কার্যক্রম তদারিক করছে। সিটিজিটাইমস:

পাঠকের মতামত: