ঢাকা,রোববার, ১২ মে ২০২৪

চকরিয়ায় আট মাসেও গ্রেফতার হয়নি যুবক শিপু হত্যার আসামি

sipoচকরিয়া অফিস::
চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়া গ্রামে ভূমি বিরোধের জের ধরে প্রভাবশালী প্রতিপক্ষের গুলিতে নিহত বিদেশ ফেরত যুবক হেলাল উদ্দিন শিপু খুনের ঘটনায় দায়ের করা মামলার কোন আসামি আট মাসেও গ্রেফতার হয়নি। এমনকি মামলার দৃশ্যমান অগ্রগতি হয়নি এতদিনেও। উল্টো আসামি পক্ষের লোকজন মামলাটি তুলে নিতে বাদি ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ঘটনার পর চকরিয়া থানায় মামলাটি (নম্বর জিআর ৪৮০/১৫) রুজু হওয়ার পর প্রথমে চকরিয়া থানা পুলিশ ও পরে কক্সবাজার জেলা ডিবি পুলিশও মামলাটির তদন্তের দায়িত্ব নেন। কিন্তুবিগত সময়ে দৃশ্যমান কোন ধরণের অগ্রগতি দেখা পারেনি। এমনকি তদন্তকারী দুটি সংস্থার কোন কর্মকর্তা এখনো (গত আট মাসে) মামলার এজাহারনামীয় কোন আসামিকে গ্রেফতারও করতে পারেনি।

এ অবস্থার প্রেক্ষিতে মামলার বাদি বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়া গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী ছকিনা বেগম গতকাল মঙ্গলবার (১১জুলাই) অভিযুক্ত আসামিদের গ্রেফতারে আইনগত সহায়তা চেয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নতুন করে একটি নালিশী অভিযোগ দায়ের করেছেন। আদালতের বিচারক বাদির অভিযোগটি আমলে নিয়ে অবিলম্বে মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযুক্ত আসামিরা হলেন বদরখালী সমিতির সাবেক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল বদরী, তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান হোছাইন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান হোছাইন আহমদের ছেলে সোহরাব মোস্তাফা রিকন, নুরুল কাদের, এস্তেফাজুর রহমান, কফিল উদ্দিন, মনজুর আলম, শাহাদাত হোসেন, গিয়াস উদ্দিন, আকতার হোছাইন, একেএম ইউছুফ বদরী, মাহাবুবুল আলম, কমরুল ইসলাম, বদিউল আলম, আবদুর রহমান, আবদুর রহিম, ওবাইদুল মোস্তাফা ইমন, কাইছার, নেওয়াজ উদ্দিন, আক্কাস আলী, সাহাব উদ্দিন, শেকাব উদ্দিন, মোস্তাক আহমদ, শেফায়েত হোসেন মিন্টু, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ রিদুয়ান, পাখী ডাকাত, মোহাম্মদ রাসেল ও মোজাম্মেল হক। অভিযুক্তদের সকলের বাড়ি উপজেলার বদরখালী ইউনিয়নে।

পাঠকের মতামত: