ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

পেকুয়ায় সংঘর্ষে নারীসহ আহত ১৬

ahot.পেকুয়া প্রতিনিধি :

পেকুয়ায় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ৫ নারীসহ উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। গতকাল ১৮ আগষ্ট শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার মৃত নুরুল হকের পুত্র কবির আহমদ(৫৫), তার ভাই মফিজ(৪৫), মৌলভী রফিকের স্ত্রী কাউসারা বেগম(৩৫), বাদশা মিয়ার ছেলে আজম(৪০), তার ভাই ইলিয়াছ(৩৫), কবির আহমদের পুত্র সেকান্দর(৩০), জহির মিয়ার পুত্র জোনাইদ(২৫), মাহমদের পুত্র নাজু(৬০), মৃত নুরুল হকের পুত্র সাহাব উদ্দিন(৪৫)। অপরপক্ষের আহতরা হলেন-একই এলাকার দুলা মিয়ার পুত্র বেলাল উদ্দিন(৫০), তার বাবা দুলা মিয়া(৭০), দুলা মিয়ার ছেলে হারুন বাদশা(৪০), মোহাম্মদ বারেক(৩০) নবী হোসাইনের ছেলে ফোরকান(৩০), আব্বাস উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম(৩৫), ইসহাক মিয়ার পুত্র আবুল কাসেম(৫৫)। ঘটনার জের ধরে পশ্চিম জালিয়াকাটা ও মধ্যম জালিয়াকাটাসহ পেকুয়া বাজারের ফাসিয়াখালী অংশে উত্তেজনা বিরাজ করছে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বসতভিটার সীমানা বিরোধ ও গাছ কেটে ফেলানোকে কেন্দ্র করে ওই দিন সকালে দুলা মিয়া গং ও মৌলভী রফিক গং এর মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় হাতাহাতির এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয়পক্ষের ৫ নারীসহ ১৬ জন আহত হয়েছে।

 

পাঠকের মতামত: