ঢাকা,বুধবার, ২৬ জুন ২০২৪

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

কক্সবাজারের চকরিয়া  উপজেলায়  বিদ্যুৎস্পৃষ্টে  সালাহ উদিন লিমন(৩২) নামের এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর  দুইটার  দিকে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করছেন চকরিয়া থানার ওসি  শেখ মোহাম্মদ আলী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 আহত অবস্থায়  তাকে উদ্ধার করে চকরিয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
সেই চকরিয়ার  পৌরসভা ৮নং ওয়ার্ডের নামার চিরিঙ্গা বাসিন্দা  মরহুম মোস্তাফিজুর রহমান মুন্সির ছেলে।
 জানাগেছে, মঙ্গলবার  দুপুরে  সালাহ উদিন লিমন  বাড়ীর কাজ করছিল এ সময়  অসাবধানতাবশত  বিদ্যুৎতের তার  জড়িয়ে  ঘটনাস্থলে  সেই মারা যায়  । স্থানীয়রা  তাকে উদ্ধার করে   চকরিয়া সরকারী  হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত  ডাক্তার   মৃত ঘোষণা করেন।
  পুলিশ জানায়   তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: