ঢাকা,সোমবার, ১৭ জুন ২০২৪

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে মুক্তি দাবিতে চকরিয়া পৌর জামায়াতের বিক্ষোভ মিছিল

sdr

প্রেসবিজ্ঞপ্তি ::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে চকরিয়া পৌরসভা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৭ডিসেম্বর (শনিবার) বিকাল ৪টায় মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

sdr

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রিড়া সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ । চকরিয়া পৌরসভা জামায়াতের নবনির্বাচিত আমীর আরিফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা মজলিসে শূরা সদস্য ছৈয়দ করিম, চকরিয়া শহর ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা সহ পৌরসভা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জেল-জুলুম নির্যাতনের মাধ্যমে সরকারের পতন ঠেকানো যাবে না। জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে আনা হবে । নেতৃবৃন্দ আরো বলেন, অবলম্বে জামায়াত আমীর সহ সকল রাজ বন্দিদেন মুক্তির মুক্তির দাবী জানান ।

পাঠকের মতামত: