ঢাকা,বুধবার, ১৯ জুন ২০২৪

রামুতে একই রাতে ৫টি গরু ও মোটর সাইকেল চুরি

সোয়েব সাঈদ, রামু ::
কক্সবাজারের রামুতে একই রাতে ৩টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংঘবদ্ধ চোর ৫টি গরু ও একটি মোটর সাইকেল চুরি করেছে। রামু উপজেলা যুবলীগের সহ সভাপতি সাংবাদিক নীতিশ বড়ুয়া জানিয়েছেন, সোমবার, ১০ জুন দিবাগত রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি বড়ুয়া পাড়ার অনিল বড়ুয়ার ছেলে জগদীশ বড়ুয়ার বাড়িতে সংঘবদ্ধ চোর হানা দিয়ে একটি বাছুরসহ ৪টি গরু চুরি করে নিয়ে যায়। গরু চারটির মূল্য ৫ লাখ টাকা। একই রাতে ওই এলাকার প্রাণকৃষ্ণ বড়ুয়ার ছেলে প্রবীন বড়ুয়ার বাড়িতে চোরের দল হানা দিয়ে বিদেশী প্রজাতির একটি গাভী চুরি করে নিয়ে যায়। গরুটির মূল্য আনুমানিক ২ লাখ টাকা বলে জানিয়েছেন গৃহকর্তা প্রবীন বড়ুয়া।
একইদিন রাতে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় আলহাজ¦ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের পাশর্^বর্তী মাস্টার আবু তাহেরের ভাড়া বাসায় চোরের দল গ্রিলের তালা ভেঙ্গে একটি মোটর সাইকেল নিয়ে যায়। এ ঘটনায় রামু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, মোটর সাইকেলটির মালিক সেনা সদস্য মো. রেজাউল করিম। তিনি রামু সেনা নিবাসের ৩৫ ই-বেঙ্গল রেজিমেন্ট এর ল্যান্স কর্পোরাল হিসেবে কর্মরত।

পাঠকের মতামত: