ঢাকা,বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সভায় এমপি জাফর আলম

 চকরিয়ার প্রতিটি প্রাইমারীতে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে

এম.জিয়াবুল হক, চকরিয়া ::   চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগে সদ্য যোগদান করা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) রাতে চকরিয়া থানা রাস্তার মাথাস্থ সিস্টেম চকরিয়া কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধু কর্ণারের সেমিনারকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন চকরিয়া উপজেলা নবাগত শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী। উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.আনোয়ারুল কাদের, চকরিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, প্রধান শিক্ষক শমসির আহমদ, প্রধান শিক্ষক দিলসাদ আঞ্জুমান রুমা, প্রধান শিক্ষক হুরে জন্নাত, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি আলহাজ জাফর আলম এমপি বলেছেন, বৈশি^ক মহামারি করোনার প্রভাবে সরকারি নির্দেশনার আলোকে সারাদেশের মতো চকরিয়া-পেকুয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা ইচ্ছা থাকাসত্বেও লেখাপড়া করতে পারছেনা। যদিও সচেতন অভিভাবকরা বিভিন্নভাবে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে চেষ্ঠা করে যাচ্ছেন।

তিনি উপস্থিত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘসময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ বন্ধ থাতায় আগামীতে প্রতিটি বিদ্যালয়ে ঝড়েপড়ার আশঙ্কা বিদ্যমান। তাই এই বিষয়টি প্রাধান্য দিয়ে সবাইকে বিদ্যালয় খোলামাত্র ঝড়েপড়া রোধ ঠেকাতে বেশি করে কাজ করতে হবে। প্রয়োজনে পাড়ায় পাড়ায় গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করতে হবে। এভাবে করোনা সংকট উত্তোরণে কাজ করতে হবে।

এমপি জাফর আলম আরও বলেন, সরকার প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কাজ করছেন। সরকারি সবধরণের সহায়তা দিচ্ছে। সরকারি নির্দেশনা আসলে যখনই বিদ্যালয়ে লেখাপড়া চালু হবে, তাঁর আগে বিদ্যালয়গুলোতে সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদেরকে করোনা ঝুঁিকমুক্ত রাখতে সবধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি নির্দেশনা মেনে বিদ্যালয়ের পাঠদান নিশ্চিত করতে হবে। আশাকরি চকরিয়া-পেকুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের লেখাপড়ার মান্নোনয়ন এবং বিদ্যালয়ের নিরাপদ পরিবেশ তৈরীতে শিক্ষা কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষকমন্ডলী সবাই দায়িত্ব ভুমিকা পালন করবে।

পাঠকের মতামত: