ঢাকা,বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

চকরিয়ায় নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করলেন -ইউএনও

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় ৩ দিন ব্যাপী হস্তশিল্প ও দেশীয় পন্য উৎপাদন উদ্যোক্তা মেলা চকরিয়া বিজয় মঞ্চে আজ ২৮ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকালে উদ্বোধন করেছে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমূখী সমবায় সমিতি’র আয়োজনে সভাপতি শারমিন জন্নাত ফেন্সির সভাপতিত্বে ও ফাউন্ডার ডিরেক্টর নাঈমা সিফাতের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, এ্যাড. লুৎফল কবির, এ্যালি, রুনা, মহসিন, রিদুয়ানুল হক, জুনায়েদ উদ্দিন, আবদুল করিম বিটু, জুলফিকার আলী ভুট্টাে প্রমূখ। মেলায় ২০ জন মহিলা উদ্যোক্তার পাশাপাশি পুরুষ উদ্যোক্তাগন তাদের নিজের তৈরিকৃত পণ্য নিয়ে অংশগ্রহন করেন।

পাঠকের মতামত: