ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে পুলিশ সুপার

কক্সবাজার প্রতিনিধি :: অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। চেক করছেন ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র।

আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালে এই দৃশ্য দেখা যায়।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আলাপকালে কক্সবাজারের যানজটকে অন্যতম সমস্যা উল্লেখ করে পুলিশ সুপার বলেছিলেন, কক্সবজারের যানজট নিরসনে পুলিশ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এর সুফলও দ্রুত জেলাবাসী দেখতে পাবেন। একই সঙ্গে পরিবহন সেক্টরসহ যে কোনও চাঁদাবাজি বন্ধে পুলিশ জোরালো ভূমিকা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার।

বাস টার্মিনালে অভিযান চলাকালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, পুলিশ সুপারের এই অভিযানকে সাধুবাদ জানাচ্ছে সচেতন কক্সবাজারবাসী। সাথে অভিযান যেন অব্যহত থাকে সেই দাবিও করেছেন অনেকে।

পাঠকের মতামত: