ঢাকা,বুধবার, ১ মে ২০২৪

চকরিয়ায় রাস্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ে মুক্তিযোদ্ধা হাজি মো.ইউনুছ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: রাস্ট্রীয় মর্যাদায় নামাজে জানাযা শেষে চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নে নিজগ্রামের মসজিদ কবরস্থানে সমাহিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ইউনুছ। গতকাল বুধবার সকালে উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনিস পাড়া জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

নামাজে জানাযার আগে চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.তানভীর হোসেন এবং থানার ওসি মো.হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল মুক্তিযোদ্ধা হাজি ইউনুছ এর কফিনে রাস্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইউনুছ আগেরদিন মঙ্গলবার বিকাল পাঁচটায় উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের আনিচপাড়াস্থ নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

এদিকে রনাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ ইউনুছের মৃত্যুতে গভীর শোক এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচ সালাউদ্দিন মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন আহমদ সিআইপি, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দীন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, জেলা পরিষদের সদস্য মো.আবু তৈয়ব, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হাবিলদার (অব:) মোহাম্মদ উল্লাহ, মুক্তিযোদ্ধা আমির হামজা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী, কামরুজ্জামান সোহেল, পুর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন সিকদার, সাধারণ সম্পাদক আশরাফ আহমদ মেম্বার, ওয়াহিদুল ইসলাম শামীম প্রমুখ নেতৃবৃন্দ।

 

পাঠকের মতামত: