ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে মাছ ও তরকারী বাজারে জনসমাগম থামছেনা : দেখার কেউ নেই

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::  করোনার আতংকের ফলে ঈদগাঁও বাজারকে লকডাউন ঘোষনার পরেও মাছ ও তরিতরকারী বাজার এলাকায় লোকজন সমাগম থামছেনা।
প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লোকজনের অবস্থান থাকে এসব পয়েন্টে। দেখার যেন কেউ নেই। দেখা যাচ্ছেনা সামাজিক দুরত্বের অবস্থান ।

সরকার ভাইরাস সংক্রমরোধে এত কড়া কড়ির মাঝেও জনসমাগম ঠেকানো যাচ্ছেনা কোনভাবেই। তরকারী এবং মাছ বাজারে প্রায়শ ক্রেতা বিক্রেতাসহ সাধারন লোকজনের আনা গোনা বৃদ্বি পাচ্ছে।

নিরাপদে থাকার লক্ষে বিভিন্ন ভাবে জনসচেতনতা সৃষ্টি করলেও সেই ক্ষেত্রে তারাই বারবার অসচেতনতার পরিচয় দিচ্ছেন। আতংক কাটছেনা সাধারন মানুষের মাঝে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান,বেশ কয়েকবার পরিষদের পক্ষ থেকে মাইকিং করার পরেও তারা সচেতন হচ্ছেনা।
ঈদগাঁও পুলিশ ইনচার্জ আসাদুজ্জামান জানান, মাছ ও কাঁচাবাজার লকডাউনের বাইরে।

পাঠকের মতামত: