ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

কক্সবাজার বেতারে ইমামদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ফারুক আহমদ ::   শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় ধর্মীয় নেতৃবৃন্দের উন্নয়ন যোগাযোগ মিডিয়া ব্যবহারের দক্ষতা বৃদ্ধি ও জনসচেত নতা বৃদ্ধির লক্ষ্যে ০২ (দুই) দিনব্যাপী ইমামদের জন্য মিডিয়া প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সমাজের গুরুত্বপূর্ণ সব বিষয়ে এদেশের আপামর জনসাধারণকে সচেতন সরকারের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষ্যে ইমামদের সচেতনতামূলক এ প্রশিক্ষণ কর্মশালা ২০ মার্চ ২০১৯ থেকে ২১ মার্চ ২০১৯ , ০২ (দুই) দিনব্যাপী বাংলাদেশ বেতার , কক্সবাজার কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিকল্পনা ও আইসিটি বিভাগের পরিচালক রফিক-উল ইসলাম।বাংলাদেশ বেতার , কক্সবাজারের উপ-আঞ্চলিক পরিচালক মোঃ ফকরুল করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ কক্সবাজারের ফর ডেভলপমেন্ট স্পেশালিষ্ট মোঃ আলমগীর । এতে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমামগণ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: