ঢাকা,বুধবার, ১ মে ২০২৪

কৈয়ারবিল সরকারী প্রা. বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়মসহ স্বাক্ষর জালিয়তির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::   চকরিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে উপজেলা শিক্ষা অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি। গতকাল বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল আনোয়ারের নেতৃত্বে এ অভিযোগ করেছেন।
অভিযোগে জানাগেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজিএম সেলিম উদ্দিন বিদ্যালয়ে যোগদানের পর থেকে প্রায় সময় বিদ্যালয়ে অনুপস্থিত, ক্লাস ফাঁকি ও সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে। এছাড়া ৫ম শ্রেনী পাশকৃত শিক্ষার্থীদের কাছ থেকে ছাড়পত্র দেয়ার নামে ৫৩৫ টাকা করে আদায়সহ বিভিন্ন অনিয়ম রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ওই বিদ্যালয়ে কর্মরত মহিলা শিক্ষিকা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেশ কয়েক বার অনিয়মের অভিযোগ করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটি ওই শিক্ষককে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্রে বদলী ও জালিয়াতির অভিযোগে শাস্তির দাবী জানান।

পাঠকের মতামত: