ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় আওয়ামীলীগের প্রার্থী যাছাই-বাছাই শেষে দলীয় মনোনয়ন প্রার্থী দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবাইকে মেনে নিতে হবে

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমুলের আওয়ামীলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২৯ জানুয়ারী কে রহমান কমিউনিটি সেন্টরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। গতকাল অনুষ্ঠিত সভায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিদ্বান্তের সঙ্গে একাত্মা হয়েছেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগ ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, সাবেক ত্রাণ সম্পাদক মো.নুরুল আবছার, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, মোহাম্মদ মুছা, যুগ্ম সম্পাদক চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক আজিমুল হক চেয়ারম্যান, শাহনেওয়াজ তালুকদার, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, আওয়ামীলীগ নেতা আলহাজ সেলিম উল্লাহ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, দপ্তর সম্পাদক মাস্টার আবদুল জলিল, প্রচার সম্পাদক মো.আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সদস্য মুজিবুল হক রতন, আমিনুল করিম, রফিক আহমদ এমএ। এছাড়াও সভায় উপজেলা আওয়ামীলীগের সকলস্তরের নেতৃবৃন্দ, সকল ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক বক্তব্য রাখেন।

সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা পারভীন, সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা সদস্য আলহাজ জয়নাল আবেদিন মেম্বার, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, ফরিদুল ইসলাম রাসেল, ফরিদুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, মিফতাব উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌর কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফু উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন শান্ত, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন শাকিব, সাদ্দাম হোসেন মিঠু, চকরিয়া পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ জাফর আলম বলেছেন, চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে যাঁরা প্রার্থী হতে ইচ্ছুক সকলেই আওয়ামীলীগের পরীক্ষিত নেতাকর্মী। দলের ভেতরে বাইরে এবং সকলস্তরের নেতাকর্মী ছাড়াও জনগনের কাছে সবার গ্রহনযোগ্যতা আছে। আমরা চাইলেই এককভাবে কাউকে প্রার্থী দিতে পারবো না।

কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলের মধ্যে বেশি জনপ্রিয় এবং দলের জন্য মাঠে ময়দানে কাজ করেছেন, দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সেই ধরণের তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাবে উপজেলা আওয়ামীলীগ। এখানে কাউকে খুশি করার সুযোগ নেই, আবার কাউকে অখুশি করারও সুযোগ নেই। মনোনয়ন বোর্ডের প্রধান দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ কেউ অখুশি হলেও একটি উপজেলা থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর বেশি নাম কেন্দ্রে পাঠানোর সুযোগ নেই। সেইভাবে সবাইকে দলের নির্দেশনা মেনে নিতে হবে।

তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন তালিকা কেন্দ্রে গেলেও এক্ষেত্রে একমাত্র সিদ্বান্ত হচ্ছে, নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সবার আমলনামা যাছাই-বাছাই শেষে দলের মনোনয়ন দেবেন আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তৃনমুলের আওয়ামীলীগ নেতাকর্মীদের মতামত এবং সুপারিশকে প্রাধান্য দিয়ে সরকারি এজেন্সি ও আওয়ামীলীগের সাংগঠনিক রির্পোটের উপর ভিত্তি করে জনপ্রিয় প্রার্থীকে মনোনীত করবেন।

এমপি জাফর আলম আরও বলেন, দলের মনোনয়ন চুড়ান্ত হবার পর এখানে আমাদের কাজ হবে সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। সেইজন্য আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ##

পাঠকের মতামত: