ঢাকা,বুধবার, ৮ মে ২০২৪

পেকুয়ার জাতীয় চ্যাম্পিয়ন ও যুব গেমস পদক প্রাপ্ত কক্সবাজারের কৃতি খেলোয়াড়দের বর্ণাঢ্য সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক ::

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন উজানঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাংলাদেশ যুব গেমস-২০১৮ আসরে পদকপ্রাপ্ত কক্সবাজারের কৃতি খেলোয়াড়দের বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলা ক্রীড় সংস্থা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফ আবছার, পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সংবর্ধনা অনুষ্ঠানের গর্বিত স্পন্সর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ক্রিড়াবিদ আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, উজানঠিয়া ইউনিয়নের চেয়ারমান, এম, শহিদুল ইসলাম, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছালামত উল্লাহ ও জৈষ্ঠ সাংবাদিক তোফাইল আহমদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, কক্সবাজারের ছেলে মেয়েরা ক্রীড়ায় অনেক এগিয়ে গেছে। তারা জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে সফলতার সাথে অংশগ্রহণ করে কক্সবাজারসহ দেশের সুনাম উজ্জ্বল করেছে। ক্রীড়া চর্চায় তাদের সকল ধরণের সহযোগিতা দেয়া হবে। জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন উশু কর্মকর্তা শেখ সেলিম, তায়াকোন্ডো কোচ আবদুল্লাহ, কারাতে কোচ, বর্ষ সেরা নারী খেলোয়াড় জ প্রু, ক্রীড়া লেখক সমিতির সভাপতি এম, আর মাহবুব ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন উজানঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের দলনায়ক আইনুল করিম। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাউন্সিল হেলাল উদ্দিন কবির, রাশেদ হোসাইন নান্নু, প্রভাষক জসিম উদ্দিন, আমিনুল ইসলাম মুকুল, খালেদ আজম বিপ্লব, আলী রেজা তসলিম, ফরহাদ হোসেন, আজমল হুদা, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া ভুলু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী ও সহ সভাপতি শাহজাহান আনসারী। পরে ৪৭জন কৃতি খেলোয়াড়দের ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এছাড়া গর্বিত স্পন্সর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ক্রিড়াবিদ আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানীকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

পাঠকের মতামত: