ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

শিগগিরই মাদক নির্মূলে অ্যাকশন: বেনজীর

নিউজ ডেস্ক ::
মাদকের বিরদ্ধে অ্যাকশনের যাবে র‌্যাব বলে জানিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটের সমন্বিত উদ্যোগে শিগগিরই মাদক নির্মূল অভিযান শুরু হবে।’

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে র‍্যাব-৪ এর কার্যালয়ে ‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা ‘শিরোনামে একটি শিল্পকর্ম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাদকের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘প্রতি বছরই র‍্যাব কোটি কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করছে এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারও করছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি তালিকা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে সমন্বয় করে সে তালিকা ধরে খুব শিগগিরই অভিযান চালু হবে।’

‘স্বাধিকার স্বাধীনতা ও স্বপ্নগাথা’ শিল্পকর্মটিতে ৪৭ এর দেশ ভাগের পর থেকে আজকের বাংলাদেশ হয়ে ওঠার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটি মূলত টেরাকোটা চিত্র। এর দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ৫ ফুট। এটি তৈরি করেছেন চিত্রশিল্পী শরীফুল ইসলাম সবুজ।

পাঠকের মতামত: