ঢাকা,শনিবার, ১৮ মে ২০২৪

ইসলামাবাদে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১

zzzzএম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও ::

ককসবাজার – চট্রগ্রাম মহাসড়কের  ইসলামাবাদের কবি নুরুল হুদা সড়ক সংলগ্ন নতুন রাস্তার মাথা নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুত্বর আহত হয়েছে। জানা যায়, ১০ অক্টোবর সকাল ৭টার দিকে সদর উপজেলার ইসলামাবাদে নতুন রাস্তার মাথা এলাকায় চট্রগ্রামমুখী সৌদিয়া পরিবহনের ধাক্কায় একটি টমটম দুমড়ে মুছড়ে যায়। এতে চালক এবং যাএী সহ তিনজন হতাহত হয়। ঘটনার পরপরই খবর পেয়ে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ও স্থানীয় মেম্বার ঘটনাস্থল পরির্দশন করেন। তবে ঘটনাস্থলে অবস্থান করা কয়েকজন প্রত্যাক্ষদর্শীদের মতে, মহাসড়কের মাঝখান দিয়ে টমটম গাড়ীটি চলছিল, এমতাবস্থায় ঐ দূরপাল্লার বড় বাসটি চালিয়ে যাওয়ার মুহুর্তে ধাক্কা লাগলে দূঘর্টনা ঘটে মুছড়ে যায় টমটমটি। এদিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হন, ইসলামাবাদের ফকিরা বাজার এলাকার হতদরিদ্র নুরুল হক, অন্যজন টমটম চালক ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার মোহাম্মদ রশিদ। এ ব্যাপারে মেম্বার মাহমুদুল হাসান মিনার সড়ক দূর্ঘটনায় রশিদ মারা যাওয়ার খরব নিশ্চিত করেন। অন্যদিকে ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিকের সাথে কথা হলে তিনি সড়ক দূর্ঘটনায় সত্যতা নিশ্চিত করেন। এদিকে তদন্ত কেন্দ্রের ইনর্চাজ খায়রুজ্জামান দেশ বিদেশকে জানান, ইসলামাবাদে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ রিপোর্ট লেখা পযন্ত আহত ব্যাক্তির সঠিক পরিচয় পাওয়া যায়নি।

তবে সচেতন মহলের অভিযোগ, দক্ষিণ চট্রলার বৃহৎ বানিজ্যিক উপ শহর ঈদগাও বাজার সহ পাশ্ববতী বিভিন্ন সড়ক উপসড়ক কিংবা চট্রগ্রাম ককসবাজার মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করছে ব্যাটারী চালিত নানা যানবাহন। পাশাপাশি আনাড়ী, অদক্ষ ও অল্প বয়সী তরুনেরা টমটম ও অটোরিকশা চালাতে গিয়ে হরেক রকম দূঘটনার শিকার হন।
প্রাপ্ত তথ্য মতে, ককসবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাওতে আশংকাজনক হারে বেড়েই গেছে টমটম সহ হরেক রকমের গাড়ী । এসব যানবাহন বাজারের অলিগলি,প্রধান ডিসি সড়ক ছাড়াও বৃহত্তর ঈদগাও এলাকার প্রত্যান্ত পাড়া মহল্লায় ছোট বড় সড়কে ভাড়া মারতে থাকে বেপরোয়া গতিতে।  কিন্তু অন্যান্য যানবাহনের তুলনায় এসব টমটম চালকদের নেই নুন্যতম প্রশিক্ঙন। এমনকি অল্প বয়সী তথা ১৫ বছরের যুব কিংবা তরুনরাই টমটম গাড়ী চালনার কাজে বেশিভাগই নিয়োজিত হয়ে পড়ে। আবার অনেকে পরিবার পরিজনের ভরনপোষন চালাতে এ পেশায় জড়িত হন বলে নিভরযোগ্য সূএে প্রকাশ।  যে বয়সে লেখাপড়া করে মানুষের মত মানুষ হওয়ার কথা, সে বয়সে টমটমসহ হরেক রকমের যানবাহনের পেছনে সময় ব্যয়। সেসব বিষয়ে সচেতন মহলের মাঝে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে। ছোট ছোট চালকরা সুযোগ পেলেই গ্রামীন সড়ক পেরিয়ে মহাসড়কে যেনতেন ভাবে টমটমসহ ছোট গাড়ী চালাতে গিয়ে নানা দূঘটনার শিকার হয়ে পড়ে। যার কারনে আহত হয়ে অনেকে পঙ্গুত্ব বরন করার পাশাপাশি আবার অনেকে মৃত্যুর সাথে পান্জা ও লড়ছে। অন্যদিকে এসব চালকরা নিজেরাও জানেনা তাদের কোন সময় কোন সাইটে অবস্হান করতে হবে। সেসব বিষয়াদি বুঝে উঠার আগেই অদক্ষতার পরিচয় হিসেবে তারা শোধ ও দাদন করা টাকা নিয়ে টমটম এনে সড়কে নামায়। এভাবে প্রতিনিয়ত টমটমের বেপরোয়া ভাড়া বানিজ্য বেড়েই চলছে। তবে এলাকার সাধারন লোকজনের মতে, ঈদগাও বাজার সহ উপ বাজার কিংবা সড়ক মহাসড়কের যেখানে সেখানে যানজটের অন্যতম কারন হচ্ছে ব্যাটারী চালিত এসব যানবাহন । লাইসেন্স বিহীন ও অল্প বয়সী চালকের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন এখন সময়ের  দাবীতে পরিনত হয়ে পড়েছে বলেও মত প্রকাশ করেন। তবে কয়েক ছাএের মতে, টমটম একদিকে সুবিধা হলেও অন্যদিকে বেশ অসুবিধার কারন হয়েও দাড়াঁয়। আবার দেখা যায়, এসব অদক্ষ ও অল্প বয়সী চালকরা পাড়া মহল্লার সড়ক পেরিয়ে মহাসড়কে টমটম চালাতে। যার ফলে নানা সময়ে ছোট বড় দূর্ঘটনায় পাশাপাশি যএতএ স্থানে জ্যাম সৃষ্টি করার অপর নাম হচ্ছে এসব ব্যাটারী চালিত ছোট ছোট যানবাহন।

পাঠকের মতামত: