ঢাকা,বুধবার, ১ মে ২০২৪

চকরিয়া কলেজে গণহত্যা দিবস পালন

Chakaria Picture 25-03-2017 (2)নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী এইদেশের নিরস্ত্র বাঙ্গালীর উপর অর্তকিতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। পাক সেনারা অসংখ্য মুক্তিকামী বাঙ্গালীকে নির্বিচারে হত্যা করেছে। নারীদের স¤্রম হানি করেছে। লুঠতরাজ চালিয়েছে। ২৫মার্চ ভয়াল এই কালো রাতকে অপারেশন চার্চ লাইট নামে পরিচিত। দেশবিদেশে ২৫মার্চকে গণহত্যা দিবস পালনের দাবি উঠেছে। এরপ্রেক্ষিতে বর্তমান আওয়ামীলীগ সরকার এইদিনকে জাতীয় গণহত্যা দিবস পালনের সিন্দ্বান্ত নেয়। এইদিনকে স্মরণীয় করার জন্য চকরিয়া কলেজে গণহত্যা দিবস পালন করে।

গতকাল শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ একেএম গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক চকরিয়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি এমআর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার।ৎ

কলেজে শিক্ষকদের মধ্যে অধ্যাপক মোস্তাক আহমদ চৌধুরী, অধ্যাপক পদ্ধলোচন বডুয়া, অধ্যাপক সামসুল হুদা, অধ্যাপক একেএম সাহাবউদ্দিন, অধ্যাপক ইন্দ্রজিৎ বডুয়া, অধ্যাপক আবদুর রহিম, অধ্যাপক শাহাজাহান, অধ্যাপক প্রনব কুমার দত্ত, অধ্যাপক মাসুদ পারবেজ, অধ্যাপক মুজিবুল হক রতন, অধ্যাপক মনজুরুল হক। শিক্ষার্থীদের মধ্যে মানবিক প্রথম বর্ষেও উম্মে ইসরাত রহমান ও ইমতিয়াজ হোসেন। এরআগে বর্বরোচিত হামলায় নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলওয়াত এবং দোয়া মাহফিল করা হয়। ##

পাঠকের মতামত: