ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় মাকে নির্যাতনের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

karadondচকরিয়া প্রতিনিধি :::

কক্সবাজারের চকরিয়ায় জন্মদাতা মাকে শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে। গতকাল মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ওই ছেলেকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুনানী শেষে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত ছেলের নাম লোকমান হাকিম (২৫)। সে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোসাইটি পাড়ার ফজল আহমদ বাবুর ছেলে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গৌতম সরকার জানান, রশিদা বেগম নামের এক মহিলা থানায় লিখিত অভিযোগ করেন যে, তাঁর নিজ সন্তান লোকমান হাকিম প্রতিনিয়ত মাদক সেবন করে আসছিল। এতে ছেলের হাতে প্রতিনিয়ত মারধরের শিকারও হতে হচ্ছিল তাকে। এই নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় থানায় অভিযোগ দিতে বাধ্য হন তিনি। এসআই গৌতম বলেন, ‘আজ (গতকাল) সকালে রশিদা বেগমের অভিযোগ পেয়ে ছেলে লোকমান হাকিমকে আটক করি। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট’র কাছে নিয়ে গেলে সেখানে উভয়পক্ষের শুনানী হয়। শুনানীর সময় ছেলের বিরুদ্ধে মায়ের তোলা অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।’

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবউল করিম বলেন, ‘একজন মাকে তাঁর নিজের ছেলে মারধর করবে তা ভাবা যায় না। লিখিত অভিযোগ পাওয়ার পর উভয়পক্ষের উপস্থিতিতে শুনানী হয়। এ সময় ছেলে তাঁর মায়ের করা অভিযোগ সত্য বলে জানালে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছি।’

 

পাঠকের মতামত: