স্থানীয় ইউপি সদস্য মো: আলী জানান, নিহতের অসুস্থ পিতা গভীর রাতে বসতঘরে হঠাৎ শব্দ পেয়ে জেগে দেখেন মিজান গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। তার ডাকে পরিবারের সদস্যরা উদ্ধারের আগেই তার মৃত্যু হয় বলে তাকে জানিয়েছে পরিবারের সদস্যরা। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: মশিউর রহমান জানান,সংবাদ পেয়ে পুলিশ দল লাশের সুরতহাল তৈরি পূর্বক ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং রিপোর্ট লিখা পর্যন্ত পরিবার কোন অভিযোগ করেনি।
পাঠকের মতামত: