ঢাকা,বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চকরিয়ায় ব্যাক্তিগত সার-কীটনাশক গুদামে টিসিবির পণ্য

স্থানীয়দের অভিযোগ, ১৫ ফেব্রুয়ারী আবদুল্লাহ সন্সের মাল বিতরণের সিডিউল না থাকলেও ডিলার নিজেই জুবায়ের স্টোরের গুদাম থেকে মাল লোড-আনলোড করার দৃশ্য দেখা যায়। এঘটনায় স্থানীয় ও উপকারভুগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় । বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান বিশিষ্টজনেরা।

একদিকে অবিক্রিত টিসিবির পণ্য, সার ও কীটনাশকের গুদামে। অন্যদিকে এক ডিলারের পণ্য  অন্য ডিলারের গুদামে রাখা নিয়ে জনমনে বিভিন্ন রকমের প্রশ্ন দেখা দিয়েছে।

এই ব্যাপারে অভিযুক্ত আব্দুল্লাহ সন্স নামে টিসিবির ডিলার প্রতিষ্ঠানের মালিক অহিদুর রহমান বলেন, আমার গুদাম সংস্কার করার কারণে সারের গুদামে অস্থায়ীভাবে মাল রেখেছি  পরে সরিয়ে ফেলা হয়েছে । একজন অন্য ডিলারের প্রতিষ্ঠানে মাল লোড-আনলোডের বিষয়ে তিনি বলেন, আমার গুদামে জুবায়ের স্টোরের কিছু মাল অতিরিক্ত চলে আসছিল, তাই মাল গুলো বুঝিয়ে দেয়ার জন্য আসছি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, নিম্ব আয়ের মানুষের খাদ্য টিসিবির পণ্য নিয়ে অনিয়ম হলে কঠোরভাবে দমন করা হবে।

পাঠকের মতামত: