ঢাকা,শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

৮০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে

চকরিয়ায় ৬ দিনব্যাপী কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উদ্বোধন

কক্সবাজারের চকরিয়ায় উৎসবমুখর আয়োজনে  ৬ দিনব্যাপী ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী সকালে  চকরিয়া উপজেলা পরিষদস্থ মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে জাতীয় পতাকা, স্কাউট পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্কাউট সমাবেশের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক কাব ক্যাম্পুরী উদ্বোধন পরবর্তী  বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান।
চকরিয়া উপজেলা স্কাউট কমিশনার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি (তদন্ত)  মোহাম্মদ ইয়াছিন মিয়া, চকরিয়া উপজেলা  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা।
চকরিয়া উপজেলা স্কাউট কাব লিডার এরফানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনজুর মোর্শেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাস,
উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মাস্টার আতিকুর রহমান, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: নুরুল আখের, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ, উপজেলা স্কাউট এর সাবেক সাধারন সম্পাদক মাস্টার আনোয়ারুল আজিম প্রমুখ।
অনুষ্ঠিতব্য কাব ক্যাম্পুরীতে স্কাউট কর্মকর্তা, স্কাউট শিক্ষক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও কাব স্কাউট টিমের শতাধিক সদস্যরা অংশগ্রহণ করেন। কাব ক্যাম্পুরীতে তারুণ্যের উৎসব অনুষ্ঠানের অংশ হিসেবে চকরিয়া  উপজেলার ১৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮০টি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা কাব স্কাউট দলে বিভক্ত হয়ে অংশ নিয়েছেন।
জানা গেছে, চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউট কমিশনে আয়োজনে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশে উদ্বোধনী দিন ২০ ফেব্রুয়ারী থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থী এবং ২৩ ফেব্রুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা স্কাউট কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। ##

পাঠকের মতামত: