এর পূর্বে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন তেলিপাট্টী দরগা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযানে নবী হোছাইনের কাছ থেকে একটি এলজি,একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
নবী হোছাইনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, গরুচুরি, অপহরণ, জমি দখল এবং চিংড়িঘের দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চকরিয়া, লামা, আলীকদম, লোহাগাড়া, সাতকানিয়া, পেকুয়া ও বাঁশখালী থানায় ২২টি মামলা রয়েছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় চলমান ডেভিল হান্ট অপারেশনের আওতায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৪জনকে আটক কারাগারে পাঠায়। উপরোক্ত বিষয় প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভুঁইয়া।
পাঠকের মতামত: