ঢাকা,বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

৫ একর বনভূমি উদ্ধার 

চকরিয়ায় উচিতারবিল থেকে ৮টি অবৈধ বসতি উচ্ছেদ

চকরিয়ায় সংরক্ষিত বনের জমি থেকে ৮টি নতুন অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। এসময় সদ্য নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে অন্তত ৫ একর বনভূমি। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ার ফাঁসিয়াখালী রেঞ্জের উচিতারবিল মৌজার ফতিহারঘোনা নামক এলাকায় বন রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেছেন বনকর্মীরা। অভিযানের সময় রিংভং বনবিট কর্মকর্তা , রেঞ্জের স্টাফ, সিপিজি ও ভিলেজাররা উপস্থিত ছিলেন।
ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো: মেহেরাজ উদ্দিন বলেন, সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকায় বনভুমি অবৈধভাবে দখল করে একাধিক পলিথিনের ঘেরাবেড়া দিয়ে অবৈধ বসতি তৈরি করা হয়েছে।
এ অবস্থায় বিষয়টি নিশ্চিত হয়ে গতকাল বুধবার সকালে সেখানে অভিযান চালিয়ে সদ্য নির্মিত ৮টি অবৈধ বসতি ভেঙ্গে দিয়ে উচ্ছেদ করা হয়েছে।
তিনি বলেন, অভিযানের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৫ একর বনের জায়গা দখলমুক্ত করা হয়। একইসময় ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে  আনুমানিক ৪৪ গজ জিআই তারসহ বিভিন্ন সরঞ্জামাদী।
ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মো: মেহেরাজ উদ্দিন বলেন, বনভূমি জবরদখল চেষ্টায় জড়িত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বন অপরাধ রোধে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত: