- নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
সরকারি নীতিমালা লঙ্ঘন করে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিসিবির পন্য বিক্রিতে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে। ডিলার নিউ জুবাইর স্টোর গত বুধবার উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নে ৫৮৭ জন স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী মানুষের জন্য টিসিবির খাদ্য পন্য উত্তোলন করে বিক্রি করেছেন ৪১২ জনের মাঝে। উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে এমন তথ্য লিপিবদ্ধ হলেও অনিয়মের আশ্রয় নিয়ে ডিলার সাজ্জাদ হোসাইন বমুবিলছড়ি ইউনিয়নে স্মার্ট কার্ডধারী লোকজনের বদলে বহিরাগত লোকজনের মাঝে টিসিবির পন্য বিক্রি করে হিসাব দেখাচ্ছেন মোট ৫৮৭ জনের মাঝে মাঝে বিক্রি করা হয়েছে।
অবশ্য জানতে চাইলে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবর রহমান ডিলারের সঙ্গে তাল মিলিয়ে তাঁর ইউনিয়নে বরাদ্দের ৫৮৭ জনের টিসিবির পন্য বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন। একই কথা বলেছেন, ডিলার সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, স্মার্ট কার্ডধারী ৫৮৭ জনের মাঝে টিসিবির পন্য বিক্রি করা হয়েছে। বহিরাগত লোকজনকে বিক্রি করা হয়নি।
একইভাবে আগেরদিন মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী কাকারা ইউনিয়নে ১১৭২ জন স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী মানুষের জন্য টিসিবির পন্য উত্তোলন করে ডিলার মেসার্স আবদুল্লাহ সন্সের মালিক অহিদুর রহমান পুরোটাই বিক্রি করা হয়েছে দেখিয়েছেন। অথচ এদিন কাকারা ইউনিয়নে স্মার্ট কার্ডধারী অন্তত শতাধিক মানুষ অনুপস্থিত ছিলেন। তাদের নামীয় বরাদ্দের টিসিবির পন্য ডিলার অহিদুর রহমান বিতরণের শেষ সময়ে এসে কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলামের যোগসাজশে বহিরাগত লোকজনকে বিক্রি করে দিয়েছেন। যদিও স্মার্ট কার্ডধারী সুবিধাভোগী ছাড়া টিসিবির পন্য বহিরাগত লোকজনকে বিক্রি করার কোন সুযোগ নেই সরকারি নীতিমালায়।
কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম টিসিবির পন্য বিক্রিতে কিছুটা অনিয়ম অসঙ্গতি হয়েছে বলে স্বীকার করেছেন। তিনি মোবাইল ফোনে বলেন, স্মার্ট কার্ডধারী যেসব সুবিধাভোগী অনুপস্থিত ছিলেন, তাদের পন্যগুলো বিকালের দিকে বিতরণস্থলে উপস্থিত বহিরাগত লোকজনকে বিক্রি করা হয়েছে। কিন্তু টিসিবির পন্য এভাবে বহিরাগত লোকজনকে বিক্রি করা উচিত হয়নি।
তিনি বলেন, প্রথমবার যেহেতু ভুল হয়েছে, আগামী মাস থেকে স্মার্ট কার্ডধারী লোকজন ছাড়া অন্য কাউকে টিসিবির খাদ্য পন্য বিক্রি করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারী চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার ১৩২৭ জন স্মার্ট কার্ডধারীর মাঝে টিসিবির পন্য বিক্রি করতে যান ডিলার নিউ জুবাইর স্টোরের মালিক সাজ্জাদ হোসাইন। কিন্তু তিনি সেইদিন বিতরণস্থলে পন্য নিয়ে যান এক হাজার জনের জন্য। অবশিষ্ট ৩২৭ জনের বরাদ্দের টিসিবির পন্য বিক্রি না করে তিনি এখনো পন্য গুলো নিজের অনুকুলে রেখে দিয়েছেন।
এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সরকারি নীতিমালা মোতাবেক টিসিবির পন্য বিক্রি করা যাবে শুধুমাত্র স্মার্ট কার্ডধারী সুবিধাভোগীর মাঝে। বহিরাগত লোকজনকে বিক্রির সুযোগ নেই। যদি ডিলাররা নীতিমালা লঙ্ঘন করে এইধরনের অনিয়মের আশ্রয় নিয়ে থাকেন, তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
পাঠকের মতামত: