ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় বনবিভাগের অভিযানে চোরাই গাছ বিক্রির ডিপো থেকে ১০ টুকরো সেগুন আটক

mail.google.comএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় বনবিভাগের অভিযানে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম বাজারস্থ চোরাই কাঠ বিক্রির ডিপো থেকে ১০ টুকরো সেগুন গাছ আটক করা হয়েছে। শনিবার সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এবিএম জসীম উদ্দিনের নেতৃত্বে বনকর্মীরা এ অভিযান পরিচালনা করেন। ওইসময় চোরাই গাছের মালিক কাউকে আটক করা যায়নি।

চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকতা এ.বি.এম জসিম উদ্দীন বলেন, স্থানীয় কিছু চোরকারবারী চক্র শুক্রবার রাতে বনবিভাগের রিংভং ছগিরশাহ কাটা এলাকার বনাঞ্চল থেকে সেগুন গাছ কেটে মৌলভীকুম আনসাইজ মার্কেটে পাচার করে। খবর পেয়ে শনিবার সকালে রিংভং বনবিট কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার, ডুলাহাজারা বিট কর্মকর্তা সাব্বির বিন ওয়ালী সহ বনবিভাগের লোকজন অভিযান চালিয়ে ১০ টুকরো সেগুন কাঠ উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযান টের পেয়ে কাঠ চোরের দল পালিয়ে যায়। এ ব্যাপারে বন আইনে মামলার প্র¯‘তি চলছে। #

পাঠকের মতামত: