ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোয় লোহাগাড়ায় ইটভাটাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের লোহাগাড়ায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে এবিএম নামে এক ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও পোড়ানোর জন্য রাখা ৪০ মণ কাঠ জব্দ করে নিলামে বিক্রি করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।

আহসান হাবিব জিতু বলেন, ইটভাটায় চলমান অভিযানে উপজেলার বড়হাতিয়ায় এবিএম ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পোড়ানোর জন্য রাখা কাঠগুলো জব্দ করে নিলামে বিক্রয় করা হয়েছে।

পাঠকের মতামত: