ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারে আওয়ামীলীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

picকক্সবাজারে আওয়ামীলীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগে অনেক পরীক্ষীত ও ত্যাগী নেতা কর্মী রয়েছে। সকলের ঐক্যমতের ভিত্তিতে দলকে এগিয়ে নিতে হবে। কক্সবাজারের নেতা কর্মীরা সু-সংগঠিত থাকলে কক্সবাজার আওয়ামী লীগের শক্ত ঘাটিতে পরিনত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলার সিনিয়র নেতাদের নিয়ে জাতীয় সংসদের লবিতে দলের সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারকে কেন্দ্র করে সরকার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। কক্সবাজরকে পর্যটন ও অর্থনেতিক প্রানকেন্দ্রে পরিনত করা হবে। কক্সবাজারই হবে বাংলাদেশের প্রান। মহাপরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে কক্সবাজারের অনেক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এই সব প্রকল্পের কাজ সুষ্ঠভাবে এগিয়ে নেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশরতœ শেখ হাসিনা আরো বলেন, সরকারের সফলতা দেখে একটি চক্র দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের আরো সোচ্চার হতে হবে।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি এডঃ সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানে নেতৃত্বে জেলার সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডঃ এ কে আহমদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য আবদুর রহমান বদি, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এডঃ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাবেক প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, মাসেদুল হক রাসেদ, আওয়ামী লীগের নেতা রাশেদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তফা, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সম্পাদক ইন্জিনিয়ার ইসমত আরা ইসমু, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান মাবু, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, জেলা যুবমহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ, কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল, কাজী মোরশেদ আহমদ বাবু, সালাহ উদ্দিন সেতু, খালেদ আহমদ সিআইপি, ওয়ালিদ মিল্টন, শহর যুবলীগের আহবায়ক শোয়েব ইখতেখার, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাসেদ, শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসেন তামিম, বুয়েট ছাত্রলীগ নেতা সাদুন মোস্তফা, মোঃ খলিল, মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা হালিমুর রশিদ ও নজরুল ইসলাম।
এর আগে গতকাল সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ নেতাকর্মীকে সঙ্গে ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান ও শপথ বাক্য পাঠ করেন।

পাঠকের মতামত: