ঢাকা,মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

নবম ও দশম শ্রেণির ১২ বই সংশোধনের সিদ্ধান্ত

nahiddনবম ও দশম শ্রেণির ১২টি পাঠ্যবই পরিমার্জন করে সহজ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পরিমার্জিত বই শিক্ষার্থীদের হাতে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ের সময় একথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, একেকজন শিক্ষাবিদের তত্ত্বাবধানে এসব বই পরিমার্জনের কাজ হবে।

যেসব বই পরিমার্জিত হবে এর মধ্যে রয়েছে- বাংলা সাহিত্য, ইংলিশ ফর টুডে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, গণিত, উচ্চতর গণিত, সাধারণ বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান ও অর্থনীতি।

এখন থেকে শিক্ষার্থীদের খাতা মূল্যায়নের সময় পরীক্ষকদের মডেল উত্তরপত্র দেওয়া হবে বলেও জানান নুরুল ইসলাম নাহিদ।

 

পাঠকের মতামত: