ঢাকা,মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

চকরিয়ায় পশুর হাট হতে ৩৫  লাখ টাকার রাজস্ব আদায়-

আবুল কালাম আজাদ ::
চকরিয়ায় প্রথম বারের মত  ১৬  পশুর হাট  হতে ৩৫ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।  উপজেলা পরিষদ অফিস সুত্রে জানা গেছে।
এবারে ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী ভাবে  ১৬টি মত পশুর  হাট  ইজারা দেয়া হয় বলে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম জানিয়েছেন।
তিনি আরো বলেন, অনুমোদন ছাড়া কোন ধরনের  বাজার বসা যাবেনা। মহাসড়কেও  গরুহাট বসানো যাবেনা  সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। অনুমোদন ছাড়া কোন হাট  বসলে  এ ব্যাপারে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে  তিনি জানান।
এদিকে  মাঠ পর্যায়ে তদারকি টিম রয়েছে। কর্মকর্তারা
দেখাশুনা করবে বাজার চলাকালিন এ  পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নেই  বলে বাজার কমিটির লোকেরা জানান।

পাঠকের মতামত: