ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পাহাড় কাটায় একজনকে লাখ টাকা জরিমানা লামায়

লামা সংবাদদাতা :: বান্দরবানের লামায় পাহাড় কাটার ঘটনায় আব্দুল মোতালেব নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে গজালিয়া ইউনিয়নে সাপমারা ঝিরি এলাকার ওই ব্যক্তিকে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন খুলশী।

বিষয়টি নিশ্চিত করে মোয়াজ্জম হোসাইন খুলশী বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাহাড় কাটায় শুনানি শেষে এই আদেশ দেয়া হয়।

পাঠকের মতামত: