প্রকাশ:
২০২৪-১২-২৫ ১৭:০৩:৪২
আপডেট:২০২৪-১২-২৫ ১৭:০৪:৪১
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর শাখার প্রধান উপদেষ্টা ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ।
এসময় বক্তারা বলেন ,আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামই পারে এদেশের ন্যায়বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে। বক্তারা আরো বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে । এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয় । আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যেকোনো অন্যায় জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার অন্যতম উপদেষ্টা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিন, চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, উপদেষ্টা মাওলানা ছাবের আহমেদ ফারুকী । চকরিয়া উপজেলা উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুর, উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস সাঈদীসহ বিভিন্ন সেক্টরের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৫-২৬ সেকশনের জন্য শরিফুল আমিনকে সভাপতি, সাংবাদিক এইচ এম রুহুল কাদেরকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের কমিটি ঘোষণা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিন । পরে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে কমিটির সভাপতিকে শপথ পাঠ করান জেলা সাধারণ সম্পাদক, উপজেলা কমিটির সদস্যদের শপথ পাঠ করান উপজেলা সভাপতি শরিফুল আমিন । একই সাথে চকরিয়া উপজেলার আওতাধীন সকল ইউনিয়নের সভাপতির নাম ঘোষণা করেন তিনি ।
উপজেলা কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি গোলাম মোস্তফা কাইছার, সহসাধারণ সম্পাদক শওকতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক ছৈয়দ হোসেন, ট্রেড ইউনিয়ন সম্পাদক গোলাম রহমান , প্রচার ও প্রযুক্তি সম্পাদক জালাল উদ্দীন । শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনজুর আলম , পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দলিলুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাওহিদুল ইসলাম, আইন আদালত সম্পাদক কুতুবউদ্দিন, সাহায্য ও পূনর্বাসন সম্পাদক ইলিয়াস সাঈদী,কর্মসংস্থান সম্পাদক বদিউল আলম, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: ফজলুর রহিম ।
- চকরিয়ায় সাংবাদিক পরিচয়ে ওসির কাছ থেকে মোবাইলে চাঁদাদাবি, যুবক গ্রেফতার
- কেউ দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা”
- শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চকরিয়ায় মালুমঘাট হারবাং বমুতে খ্রীষ্টানদের শুভ বড়দিনের উৎসব উদযাপন
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- পেকুয়া এবিসি সড়কে সিএনজি-ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-৫
পাঠকের মতামত: