ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

নাইক্ষছড়ি’র বাইশারীর হাট-বাজার পরিষ্কার করছে শিক্ষার্থীরা

বান্দরবান নাইক্ষ্যংছড়ি’র বাইশারীর হাট-বাজার এর ময়লা-আবর্জনা পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (১২ আগস্ট) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারসহ বিভিন্ন হাট-বাজারের ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নাইক্ষ্যংছড়ি উপজেলা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় হাট-বাজারের অলি-গলিসহ কেন্দ্রীয় মসজিদ, মন্দির ও শহীদ মিনারে পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে।
নাইক্ষ্যংছড়ি’র বাইশারী বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কার্যক্রমে আমরা মুগ্ধ।
শিক্ষার্থীর মধ্যে অনেকেই জানান, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নে  অধিকাংশ হাট-বাজারে ময়লা-আবর্জনার স্তূপ দেখা যেত। আমরা সেগুলো পরিষ্কার করেছি। পাশাপাশি সবাইকে আবর্জনা রাখার জন্য ঝুড়ি অথবা ডাস্টবিন ব্যবহার করার আহ্বান জানিয়েছি।

পাঠকের মতামত: