ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়ায় টানা বর্ষণে উপজেলার সাথে ২ লক্ষ মানুষের যোগাযোগ বন্ধ

দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, রাস্তার দুই পাশে যদি টেকসই গাইডওয়াল দেওয়া হয় পরবর্তী বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে বাচঁতে পারে আতঙ্কিত পরিবারগুলো।এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ইউনিয়নের বিভিন্ন পাড়া, রাস্তা, দোকান প্লাবিত হয়েছে। পাশাপাশি অনেক স্থানে পাহাড় ধ্বসে রাস্থাঘাটে যানচলাচল বন্ধ হয়ে আছে।উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেষ্টা অব্যাহত রেখেছেন বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান,এমপি মহোদয়ের মাধ্যমে ব্রীজ টি পূর্ণ সংস্কারের আবেদন করা হয়েছে। আর পাহাড়ে বসবাসরত সকলকে সতর্ক করা হয়েছে পাহাড় ধ্বস ও পানিবন্দি স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আপাতত শুকনো খাবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সহায় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পাঠকের মতামত: