ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই 

সর্বশেষ রবিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ মোড়ে ছিনতাইয়ের শিকার হয় মোটরসাইকেল আরোহী কক্সবাজার মুখী দুই পর্যটক। তিনটি মোটর বাইকে গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়ে গেছে চালিত মোটরবাইক, দুইটি স্মার্টফোন ও নগদ রক্ষিত টাকা ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের আজিজনগর-হারবাং থেকে খুটাখালী-নতুন অফিস পর্যন্ত ৩৯ কিলোমিটার অংশের ১৪ কিলোমিটার সড়ক দুর্ঘটনাপ্রবণ। এই সড়কে প্রায় সময় বড়-ছোট দুর্ঘটনা ঘটে। সড়কের চকরিয়া অংশের ১০টি স্থানকে অতিঝুঁকিপূর্ণ বাঁক হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।

স্থানগুলো হলো চকরিয়ার হারবাং অংশের জাইল্যারাঢালা, ভাণ্ডারীর ডেবা, ইনানী, বরইতলী, বানিয়ারছড়া, ইসলামনগর, জিদ্দাবাজার, ভাঙারমুখ-ভেন্ডিবাজার, ফাঁশিয়াখালীর রিংভং, ছগিরশাহকাটা, মালুমঘাট ও খুটাখালীর মেধাকচ্ছপিয়া ঢালা।

চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল হক, আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি । সড়কে সতর্কতাসংবলিত সাইনবোর্ড বসানো হয়েছে । তবে তা কোনো কাজে আসছে না। পিচঢালা সড়কের পাশ থেকে মাটি সরে গেছে। এ ছাড়া অনেক স্থানের সর্তকতামূলক সাইনবোর্ড চুরি হয়ে গেছে।

পাঠকের মতামত: