ঢাকা,সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

কাপ্তাই হ্রদে বোটের ছাদ খুলে ফেলার সিদ্ধান্ত

রাঙামাটি প্রতিনিধি :: কাপ্তাই হ্রদে চলাচল করা ইঞ্জিনচালিত সকল বোটের ছাদ আজ (শনিবার) থেকে খুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ সড়ক ও নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ক এই সভায় সভাপতিত্ব করেন। সভায় সকল পর্যটকের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিতকরণ এবং বিআইডব্লিউটিএ কর্তৃক বোটের ফিটনেস চেকসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তাপস রঞ্জন ঘোষ, প্যানেল মেয়র জামাল উদ্দীন, বাস মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন সেলিমসহ বোট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: