ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

আলীকদমে বিশ্ব খাদ্য দিবস পালিত

alikadam-banarban-world-food-day-news-picক্যাপশান : আলীকদমে বিশ্ব খাদ্য দিবসে অনুষ্ঠিত র‌্যালীর একাংশ।

 আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :::

‘বদলে যাচ্ছে জলবায়ু, বদলাচ্ছে খাদ্য ও কৃষি’ স্লোগানকে মূলসুর করে বান্দরবানের আলীকদমে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি বিভাগ ও কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্প অফিসের সহযোগিতায় গতকাল রবিবার বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ বটমূল চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুন ইয়াকুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইনথপ ¤্রাে। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের ভারপ্রাপ্ত মাঠ কর্মকর্তা রাজিব রুদ্র।

প্রধান অতিথি বলেন, এদেশের মাটি খুবই উর্বর। শুধু একটু যতেœর মাধ্যমে অধিক ফলন ফলিয়ে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি। জলবায়ু পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে চাষাবাদ পদ্ধতি অনুসরণের জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

পাঠকের মতামত: