ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আলীকদমে বর্ণাঢ্য কর্মসূচীতে বিজয় দিবস পলিত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: যথাযোগ্য মর্যাদায় আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কমূর্সচীর মধ্য দিয়ে ৪৬তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে শনিবার বিকেলে আলীকদম বটমুল চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভোরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্ত্বশাসিত ও ব্যবসা প্রতিষ্ঠানসমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম। এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিক উল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান কাইনথপ ¤্রােসহ অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপিস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহান ও গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত সুখী-সম্মৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। এ উপলক্ষ্যে মনোরম ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্ঠানসমুহে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রর্দশনী ও মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কুচকাওয়াজে প্রথম স্থান অধিকার করেন আলীকদম আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

পাঠকের মতামত: