আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::
আলীকদমে জেএসসি ও জেডিসি পরীক্ষা দুইটি কেন্দ্রে ৩টি ভ্যানুতে অনুষ্ঠিত হচ্ছে। জেএসসিতে মোট পরীক্ষার্থী ৫৭১ জন। এরমধ্যে ছাত্র ২৫৭ ও ছাত্রী ২৯৪ জন। অনুপস্থিত রয়েছে ২০ জন। জেডিসিতে মোট পরীক্ষার্থী ৯৯ জন। এরমধ্যে ছাত্র ২৪ ও ছাত্রী ৭৫ জন। অনুপস্থিত রয়েছে ১ জন। জেএসসির সহকারি কেন্দ্র সচিব করুণাশ্রী বড়–য়া ও জেডিসির কেন্দ্র সচিব মোহাম্মদ হোসাইন এসব তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেএসসি ও জেডিসি মিলে আলীকদম উপজেলা থেকে ৬৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোপূর্বে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে। এমরধ্যে ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় ৬৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এদিকে, অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে আলীকদম মৈত্রী হাইস্কুল থেকে ২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এ ব্যাপারে প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, তাদের পাঠদান অনুমতি না থাকায় অন্য একটি স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করা হয়। স্কুল থেকে সব কাগজপত্র ঠিকভাবে পাঠানোর পরও বোর্ড থেকে এ দুই শিক্ষার্থীর প্রবেশ পত্র আসেনি।
পাঠকের মতামত: