ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

লামায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৭, গুরুতর ৬

লামা সংবাদদাতা :: বান্দরবানের লামায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে অশংকাজনক অবস্থায় ৪ জনকে লামা হাসপাতাল ও ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন কহিনুর বেগম (৪০), রোশন আরা বেগম (৪২), জাফর আহমদ (৪৮), শামসুন নাহার (৩৫), জোৎস্না বেগম (৩৬), হোসনে আরা বেগম (৪৫), নাজমা আক্তার (১৬), বেলাল হোসেন (৩০), আবুল হোসেন (২৮), রমজান আলী, আমিরুল ইসলাম (২০), আব্দুল মন্নান (৪০), সাবেকুন নাহার (৪৫), রজ্জব আলী (৪৮), মো. লিটন (৪০), জিসান (১৪), মালেকা বেগম (৪৫) ও রহমত আলী (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। তিনি  চকরিয়া নিউজকে বলেন, ঘটনার পরপরই থানা থেকে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: