ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

লামায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু, ৫ ঘর ভাঙচুর

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে লামায় বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় ৫টি ঘরবাড়ি ভাঙচুর করে হাতির দলটি।

আজ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালায়। এসময় বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়।

নিহতের নাম ববি আক্তার (২৬)। সে আমতলী মুসলিম পাড়া এলাকার মোহাম্মদ সোলায়মানের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য হারেছ মিয়া জানান, হাতির আক্রমণে রাতের বেলায় সবাই ছুটাছুটির সময় হাতির আক্রমণে প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়। বন্যহাতির দলটি ৫টি বসতবাড়িও ভাঙচুর করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: