নিজস্ব প্রতিবেদক, লামা ::
সকল জল্প-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মো. জহিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক সভায় বর্তমান মেয়র মো. জহিরুল ইসলামকে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।
সূত্র জানায়, লামা পৌরসভার আসন্ন ৪র্থ সাধারণ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনীত করার লক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈহ্লার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম চৌধুরী, লামা উপজেলা আওয়ামী লীর সভাপতি বাথোয়াইচিং মার্মা, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মা জানান, জেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় উপজেলা ও পৌর নেতৃবৃন্দ বর্তমান মেয়র মো. জহিরুল ইসলামের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে। তাছাড়া সভায় উপস্থিত দুজন মনোনয়ন প্রত্যাশীও বর্তমান মেয়রকে সমর্থন করেছে।
সভায় জেলা, উপজেলা ও তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে বর্তমান মেয়র মো. জহিরুল ইসলামকে লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। সভার এ সিদ্ধান্ত চূড়ান্ত মনোনয়নের জন্য কেন্দ্রে পাঠানো হবে।
পাঠকের মতামত: