লামা প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে ৬ জুয়াড়িকে আটকের পর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা শহরের সোনালী ব্যাংক ভবনের নিচ তলায় হোটেল প্রিজনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- ফারুক হোসেন (৩৫), মো. হেদায়েত উল্লাহ (৪০), নুর জামাল (৩৩), সাহাব উদ্দিন (৩৮), নুর মোহাম্মদ (৪০) ও মো. আলী। এরা সবাই লামা উপজেলা ও পাশের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বাসিন্দা।
সূত্র জানায়, একটি আবাসিক হোটেলে জুয়া খেলা চলছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আবাসিক হোটেল প্রিজন থেকে ৬জন জুয়াড়িকে আটক করা হয়। পরে প্রত্যেককে ১০০ টাকা হারে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহফুজা জেরিন।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জুয়াডিকে আটকের পর জরিমানা করার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত: