এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ফের মদ,২টি গাড়িসহ ৫ ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের নির্দেশে গোপন সংবাদের বৃত্তিতে এসআই বিকাশ কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১টি টমটম ও ১টি মোটর সাইকেলসহ ৩ শত লিটার দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন পুুলিশ।
আটককৃতরা হলেন মোঃ জাহাঙ্গীর আলম,(২৩) পিতা মেহের আলী উখিয়া হলুদিয়া পালং,আবু ছিদ্দিক (৩৫) পিতা মৃত নুর মোহাম্মদ,ঘুমধুম বরইতলী মংজয় পাড়া,মোঃ বেলাল (২৫) পিতা জাফর আলম,উখিয়া পাতা বাড়ী হলুদিয়া পালং,ক্রাছিং অং মার্মা (২৮) পিতা থোয়াই হ্লা অং মার্মা, সোনাইছড়ি জুম খোলা,উক্যছিং মার্মা (২৯) পিতা থোয়াইনচিং মার্মা সোনাইছড়ি ক্যায়াং পাড়া।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।তিনি সাংবাদিকদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
পাঠকের মতামত: