ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ্যংছড়িতে স্বাস্থ্য বিধি না মানায় ১৮ জনকে জরিমানা

এম হাবিবুর রহমান রনি,  নাইক্ষ্যংছড়ি ::

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ও মাস্ক না পরায় পৃথক অভিযানে ১৮ টি মামলা করেছেন ভ্রাম্যমান আদালত।

আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সাদিয়া অাফরিন কচি এবং সি.এ টু( ইউ,এন,ও)  সনজয় দাশ।

আদালত সূত্রে জানা যায় ১৪ জুন রবিবার সকাল সাড়ে ১০টায়  থেকে দুপুর ১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদরের  বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব অমান্য করা, সরকার ঘোষিত নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, পথচারী সহ ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার না করা  ও স্বাস্থ্য বিধি না মানায় দণ্ডবিধি ২৬৯ ধারায় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া অাফরিন কচি  জানান – অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে স্বাস্থ্য বিধি না মানলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো।

পাঠকের মতামত: