ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

মাতামুহুরী থেকে অবৈধভাবে পাথর আহরণ : ৭ শ্রমিকসহ ৫টি ডাম্পার ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু আহরণ কালে ৫ টি ডাম্পার ট্রাক ও ১ টি পাথর ভাঙ্গার মেশিনসহ ৭ শ্রমিককে আটক করেছে বান্দরবানের বন বিভাগ। মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত শ্রমিকরা হলো- মো. লিটন (২৮), মো. আব্দুল্লাহ (১৮),মো. জাফর ইকবাল (২৬), কুতুব উদ্দিন (৩৪), আমান উল্লাহ (৪০), নুরুল ইসলাম (২৫) ও মো. হাসান (৪৫)। সোমবার সকালে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চল থেকে পাথর ও বালু উত্তোলন করছে; এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালানো হয়। এ সময় বনাঞ্চলের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে পাথর আহরণ কাজে নিয়োজিত ৭ শ্রমিক, ৫টি ডাম্পার ট্রাক ও ১টি পাথর ভাঙ্গার মেশিন আটক করেন বন কর্মীরা। পরে আটকদের বিভাগীয় লামা বিভাগীয় বন কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস. এম কায়চার বলেন, আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে লামা উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: