ঢাকা,সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

চকরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস দিবসের র‌্যালী অনুষ্টিত

লাবণ্য পুজা, চকরিয়া :

চকরিয়ায় “পয়ঃবর্জ্যের সুষ্ঠু  ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা” এ স্লোগানকে  সামনে নিয়ে উপজেলা প্রশাসন  ও জনস্বাস্থ্য প্রকৌশল  অধিদপ্তর কর্তৃক  আয়োজিত জাতীয় স্যানিটেশন  মাস দিবস উপলক্ষে একটি  বর্ণাঢ্য র‌্যালী উপজেলা  পরিষদ চত্বর থেকে শুরু  করে চকরিয়ার প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে পুনঃরায়  উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়েছে।

আজ ৩০অক্টোবর সোমবার সকালে  উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তরে কার্যক্রম  অনুষ্টিত হয়েছে। বর্ণাঢ্য  এ র‌্যালীতে প্রধান অতিতি  হিসেবে উপস্থিত ছিলেন  চকরিয়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম । এতে উদ্বোধক হিসেবে  উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শিবলী নোমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা পশু ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফেরদৌসি রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো.সেলিম উল্লাহ, চকরিয়া বর্ণমালা একাডেমী চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এম আর চৌধুরী, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: